নীলফামারীতে পৃথক স্থানে আটক সাত জুয়াড়িকে বিভিন্ন দেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চার জুয়াড়ির তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জুয়াড়ির অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উপজেলার পাটোয়ারীপাড়া গ্রামের দুই জুয়াড়ি বাচ্চা মিয়া (৪০) ও গুলজার হোসেন (৩০) পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুনরায় আটক করে তিনমাস করে এবং অপর দুই জুয়ারী একই এলাকার গোলাম রব্বানী ( ৫০) এবং আব্দুল কাইয়ুমকে (২৫) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের তাৎক্ষণিকভাবে জেলা কারাগারে পাঠােনো হয়েছে।অপরদিকে, জেলা সদরের রামনগর বাজারে জুয়া খেলার সময় আটক হয় ইটাখোলা গ্রামের আব্দুর রহমান (৩৫), রামনগরের নজরুল ইসলাম (৩২) ও আব্দুস সামাদ (৪৫)। সোমবার ভোররাতে তাদের পুলিশ আটক করে সকালে ভ্রাম্যমাণ আদালতে নেয়। আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী এ তিন জুয়াড়ির প্রত্যেকে পাঁচশত টাকা করে জরিমানা আদায় করেন। নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাবুল আকতার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। জাহেদুল ইসলাম/এআরএ/পিআর