লক্ষ্মীপুরের কমলনগরে কবুতরে রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে চাষিরা । গত ২০ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক হাজার কবুতর এ রোগে আক্রান্ত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি কবুতর মারা যায়। কমলনগরে অধিকাংশ বাড়িতে কবুতর পালন করা হয়। গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতে ৮ থেকে ১০ জোড়া কবুতর পালন করতে দেখা যায়। কোথাও কোথাও আরো বেশি পালন হয়ে থাকে। সম্প্রতি কবুতরে রানীক্ষেত রোগ সর্বত্র ছড়িয়ে পড়ায় চাষিরা হতাশ হয়ে পড়ে।খোঁজ নিয়ে জানা যায়, গত দুই-তিন সপ্তাহে উপজেলার চরকাদিরা, ফলকন, জাঙ্গালিয়া, চরমার্টিন ও লরেন্স, চরবসু পাটোয়ারীর হাটসহ বিভিন্ন এলাকায় রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় কয়েক হাজার কবুতর। আক্রান্তের মধ্যে বিভিন্ন প্রজাতির দুই হাজারেরও বেশি কবুতর মারা যায়।স্থানীয় কবুতর চাষি জয়নাল আবেদীন জানান, দুই সপ্তাহে বিভিন্ন প্রজাতির অন্তত ২০টি কবুতার মারা যায়। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়াও চরমার্টিন গ্রামের মোসলেহ উদ্দিন, সাহেবেরহাট এলাকার তাজলমিয়া ফলকন গ্রামের ইব্রাহিম হুজুর, চর জাঙ্গালিয়া গ্রামের রাসেল, তোরাবগঞ্জ এলাকার আরিফসহ বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার কবুতার মারা গেছে।এ ব্যাপারে কমলনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈন উদ্দিন বলেন, রানীক্ষেত রোগে উপজেলায় প্রায় দুই হাজার কবুতরের মৃত্যু হয়েছে। এ রোগ থেকে রক্ষাপেতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।কাজল কায়েস/এআরএ/আরআই