কিছুদিন আগেও জল্পনা কল্পনা ছিল প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কোচ হতে চলেছেন ভারতের ক্রিকেট দলের। সেই জল্পনায় আপাতত দাঁড়ি পড়েছে। এবার সেই তালিকায় হঠাৎ করেই যোগ হয়েছে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের নাম। স্টিভ ওয়ার বিশ্বজয়ী দলের সদস্য ল্যাঙ্গার এর আগে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। এছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বও পালন করেন তিনি। ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, জাস্টিন ল্যাঙ্গারের নাম হঠাৎ করেই আলোচিত হয়েছে বোর্ডে। যদিও এখনও সরকারিভাবে কোচ চেয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি বিসিসিআই। ল্যাঙ্গার ছাড়াও জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় তথা ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামও শোনা যাচ্ছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএল শেষ হওয়ার পর আগামী সপ্তাহে ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ ইস্যুতে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুর আলোচনায় বসবেন।এসআরজে