জাতীয়

ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগের সভাপতি গ্রেফতার

রাজধানীর উত্তরায় তরুণী ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ওসি নুরে আযম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে ফরিদ খানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফরিদ খানকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার এসআই (উপ-পরিদর্শক) হযরত আলী জানান, ফরিদ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পরিবার। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে সত্যতা নিশ্চিত হওয়ায গ্রেফতার করা হয় ফরিদ খানকে।

তিনি আরো জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

জেইউ/এসএইচএস/এমএস