দেশজুড়ে

চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে চাঁদের গাড়িটি লামা উপজেলা থেকে কক্সবাজারের চকরিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/এফএ/এমএস