আন্তর্জাতিক

ভারতের প্রথম আদিবাসী নারী গভর্নর দ্রৌপদী মুর্মু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে প্রথমবারের মতো গভর্নর হয়েছেন এক আদিবাসী নারী। সোমবার দ্রৌপদী মুর্মু নামের ওই নারীকে রাজভবনের বীরসা প্যাভিলিয়নে শপথবাক্য পাঠ করান রাজ্যের প্রধান বিচারপতি বীরেন্দ্র সিং।দেশের প্রথম ওই আদিবাসী নারী গভর্নর ডা. সৈয়দ আহমদের স্থলাভিষিক্ত হলেন। ডা. আহমদকে মনিপুরের গভর্নর হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০১১ সালে ৪ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।ঝাড়খণ্ড প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট এবং এমপি রবীন্দ্র রায় বলেন, বিজেপি পরিচালিত এনডিএ সরকারের পক্ষ থেকে দেশের আদিবাসী সম্প্রদায়ের অধিকার দেয়ার চেষ্টা হিসেবে একজন আদিবাসী নারীকে গভর্নর করা হয়েছে। ফলে শুধু ভারতেই নয়, বিশ্বেও এর প্রভাব পড়বে।দ্রৌপদী মুর্মুকে গভর্নর করায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বাগত জানিয়ে একে কেন্দ্র সরকারের ভালো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।   উল্লেখ্য, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মুর্মু দু’বার রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন। তিনি এর আগে উড়িষ্যায় বিজেপি-বিজু জনতা দল জোট মন্ত্রীসভায় মন্ত্রীও ছিলেন।জেআর/বিএ/পিআর