ফিচার

রাশিফল : ১৯ মে ২০১৫

মিথুন (২১ মে - ২০ জুন): আজ আপনার বিদেশ ভ্রমনের সুযোগ রয়েছে। বৈদেশিক কাজকর্মে সফলতার আশা। প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে ঋণগ্রস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কর্কট (২১ জুন- ২০ জুলাই ): আর্থিক বাধা বিপত্তি কাটিয়ে উঠার সুযোগ রয়েছে। ঔষধ ব্যবসায়ী ও যন্ত্রপাতির ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। আজ কোনো নতুন ব্যবসায়ীক সম্পর্ক স্থাপন হতে পারে। মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল): আজ আর্থিক অবস্থার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। রহস্যজনক বিনিয়োগ থেকে আজ টাকা প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বাড়িতে আত্মীয় সমাগম হবার যোগ রয়েছে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে।বৃষ ( ২১ এপ্রিল- ২০ মে): আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। শুভ বৃহস্পতির প্রভাবে বিদ্যার্থীদের পড়াশুনায় উন্নতির যোগ প্রবল। প্রেম রোমান্স শুভ। আজ প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। সিংহ (২১জুলাই- ২১ আগষ্ট): চাকরিজীবিরা কাজ-কর্মে ভালো করবেন। নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা। আজ ব্যবসায় কোনো প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির সুপারিশ প্রয়োজন হতে পারে।কন্যা (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): আজ ভাগ্যান্বেশনে বিদেশ গমনের যোগ রয়েছে। উচ্চ-শিক্ষার্থীরা আশানুরূপ সুফল না পেলেও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভালো করবেন। প্রেমিক-প্রেমিকার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। তুলা (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর):  আজ দিনটি আপনার ভালো যাবে না। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আজ মৃত ব্যক্তি বা আত্মীয়ের সম্পত্তি লাভের যোগ রয়েছে। বৃশ্চিক (২২ অক্টোবর- ২০ নভেম্বর ): রাগ জেদ এড়িয়ে চলতে পারলে ব্যবসায় আশানুরুপ লাভের যোগ রয়েছে। দাম্পত্য অশান্তির কোনো সমাধান হবার যোগ নেই। প্রিয়জনদের কারো শরীর স্বাস্থ্য খারাপ হবার যোগ রয়েছে। ধনু (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা প্রয়োজন। আজ মাথাব্যাথা বা ঠান্ডা জ্বরে কষ্ট পেতে পারেন। এলার্জিতে আক্রান্তদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকর কর্মচারীর অসহযোগীতার শিকাড় হতে পারেন। মকর (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ): দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। টেকনিক্যাল বিষয়ের শিক্ষার্থীরা ভালো করবেন। প্রেমে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা রয়েছে। কুম্ভ (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী ): আপনার প্রত্যাশা পূরনের বহু বাধা আসবে। ভূমি সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে। সাংসারিক বিষয়ে কিছু মতানৈক্য হতে পারে। মাতৃ স্বাস্থ্যের অবনতি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): সকাল সকাল কোনো দুঃসংবাদ পেতে পারেন। বস্ত্রব্যবসায়ীদের ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। প্রতিবেশী কারো ঝামেলায় ব্যস্ত থাকতে পারেন। ছোট ভাই-বোনের সাথে কোন মতানৈক্য হবার আশঙ্কা। এআরএস/এমএস