শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার বিনোয়েট পিয়েরে লেরেমির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এছাড়া সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপও করেন।প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। শ্রম আইনের বিধি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জুন মাসের মধ্যে তা চূড়ান্ত হবে।কানাডিয়ান হাইকমিশনার সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, কানাডা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চায়। তিনি কানাডিয়ান সরকারের পক্ষ থেকে শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের প্রধান নির্বাহি খোরশেদ আলম, শ্রম পরিচালক এস এম আশরাফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।এসকেডি/আরএস/আরআইপি