ক্রীড়া পরিদপ্তর আয়োজিত অনুর্ধ্ব ১৬ দ্বিতীয় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শুভ সূচনা করেছে ঢাকা ও বরিশাল বিভাগীয় ফুটবল দল। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ঢাকা বিভাগ ৩-০ গোলে রাজশাহীকে পরাজিত করে। বিজয়ী দলের মারুফ ২টি ও পায়েল ১টি গোল করেন। ঢাকা দলের মারুফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। দিনের অপর খেলায় বরিশাল ২-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগকে।ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মে শুক্রবার বিকেল ৩টায়। তৃণমূল পর্যায়ের ফুটবল খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর দ্বিতীয়বারের মত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।অনুর্ধ্ব ১৬ বছরের ছেলেদের বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে ৭টি বিভাগীয় দল গঠন করা হয়।এসএইচএস/আরএস/আরআইপি