খেলাধুলা

শীর্ষস্থান ধরে রাখলেন জকোভিচ

সুইজারল্যান্ডে ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে রজার ফেদেরারকে হারিয়ে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।এ দিকে শিরোপা না জিতেও পরের দু’টি স্থান ধরে রেখেছেন ফেদেরার ও গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। ইতালিয়ান ওপেন শেষে টেনিস খেলোয়াড়দের র‍্যাংকিং প্রকাশ করলো অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)।শীর্ষ দশ খেলোয়াড়ের র‍্যাংকিং : ১ (১) নোভাক জকোভিচ (সার্বিয়া) : পয়েন্ট ১৩৮৪৫২ (২) রজার ফেদেরার (সুইজারল্যান্ড) : পয়েন্ট  ৯২৩৫৩ (৩) অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন) : পয়েন্ট ৭০৪০৪ (৫) টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) : পয়েন্ট ৫২৩০৬ (৫) কেই নিশিকোরি (জাপান) : পয়েন্ট ৫২২০৪ (৬) মিলোস রাওনিক (কানাডা) : পয়েন্ট ৪৮০০৭ (৭) রাফায়েল নাদাল (স্পেন) : পয়েন্ট ৪৫৭০৮ (৮) ডেভিড ফেরার (স্পেন) : পয়েন্ট ৪৪৯০৯ (৯) স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) : পয়েন্ট ৩৮৪৫১০ (১০) ম্যারিন চিলিস (ক্রোয়েশিয়া) : পয়েন্ট ৩৩২৫এসকেডি/বিএ/আরআইপি