জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন চারমাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আহসান হাবিব লিংকন কাসিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন। পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, লিংকন বলেছেন, মিথ্যা মামলায় চারমাস জেলে আটকে রাখা হলেও রাজনীতিবিদ হিসেবে অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। আল্লাহর রহমতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি।এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর লিংকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলের প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, যুগ্ম মহাসচিব এ এই এম শামীম, যুব সংহতির আহ্বায়ক মহসিন সরকার, ছাত্রসমাজের আহ্বায়ক মামুন উল হাসিব ভুইয়া, সদস্যসচিব কাজী ফয়েজ আহমদ। এছাড়া ছাত্রদল নেতা আমান উল্লাহসহ বিশ দলীয় জোট নেতাকর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল কর্মসূচির সময় গুলশান, বনানী ও ভাটারা থানায় দায়েরকৃত তিনটি পৃথক মামলায় লিংকনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত ১২ জানুয়ারি রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এসকেডি/আরএস/আরআইপি