ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি আট লাখ ৮৪ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরের তিন নম্বর গেট এলাকা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে আব্দুল কাদির লালন (২২) নামের এই যাত্রীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার বলেন, রাত ১০টার দিকে বিমানবন্দরের তিন নম্বর গেট পার হয়ে ভেতরে ঢোকার পর ওই যাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা লাগেজ ও শরীর থেকে ওই বৈদেশিক মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তানজিনা বলেন, উদ্ধারকৃত মুদ্রার বেশির ভাগই সৌদি রিয়াল। এ ছাড়া সেখানে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরের মুদ্রাও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী আব্দুল কাদির লালন জানিয়েছেন, তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তিনি রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি বিমানে সিঙ্গাপুরে যেতে চেয়েছিলেন। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।জেইউ/এসআরজে