রাঙামাটিতে একটি ভবনে আগুন লেগে ৯টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার ভস্মীভূত হয়েছে। আগুনে বাড়ির মালিকসহ আহত হয়েছেন চারজন। শনিবার ভোরে শহরের উত্তর কালিন্দীপুরের হাসপাতাল সড়কের ব্যক্তি মালিকানাধীন ওই বহুতল ভবনের নীচতলার বারান্দায় আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভবনের নীচতলার বারান্দায় আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই আগুন নীচতলা থেকে ভবনের ৫ তলায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত হয় একটি প্রাটভেটকার ও ৯টি মোটরসাইকেল। পুড়ে যায় ভবনটির সামনের অংশ।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভবনের মালিক সিরাজুল ইসলাম মনসুর।
ভবনটির নীচতলায় প্রথম কক্ষে থাকা ভাড়াটিয়া জুয়েল তালুকদারের স্ত্রী লিজা চাকমা জানান, তিনি রাতে ঘরে একা ছিলেন। বৌদ্ধ মন্দিরে পানীয় দিতে যাওয়ার জন্য প্রথম ভোরেই ঘুম থেকে উঠেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুনের প্রচণ্ড তাপ অনুভব করেন। জানালা খোলে দেখতে পান ভয়াবহ আগুন জ্বলছে। তাৎক্ষণিক বৈদ্যুতিক লাইন বন্ধ করে টেবিলের নিচে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. দিদারুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার লিমন বোস বলেন, আগুনের ঘটনায় বাড়ির মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে তিনি ২২ লাখ টাকার ক্ষতি উল্লেখ করলেও কাউকে দায়ী বা অভিযুক্ত করেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/জেআইএম