দিনাজপুরে বীরগঞ্জে ভূষণি ঋষি (৫০) নামে আদিবাসী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে বীরগঞ্জ থানায় নিহতের ছেলে গোপাল ঋষি বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়।
তাদের মধ্যে বাদল ঋষির স্ত্রী রশ্নি ঋষি (৩৫) এবং মৃত বিস্তার উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামকে (৫০) এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে রাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
প্রসঙ্গত, উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি মুশহর পাড়া গ্রামের কেশরি ঋষির স্ত্রী ভূষণি ঋষির সঙ্গে শুক্রবার বিকেলে প্রতিবেশী বাদল ঋষির স্ত্রী রশ্নি ঋষির ঝগড়া হয়।
পরদিন সকালে এলাকাবাসী বাড়ির পাশে ভুট্টা খেতে ভূষণি ঋষির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম