দেশজুড়ে

রাসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে উত্তেজনা

রাজশাহী সিটি কর্পোরেশনের কে পাবেন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব তা নিয়ে চলছে চাপা উত্তেজনা। স্থানীয় মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরে চলছে এই উত্তেজনা। রাজশাহী সিটি কর্পোরেশনের অধ্যাদেশকে অবহেলা করে প্যানেল মেয়রদের বাদ দিয়ে আওয়ামীপন্থী এক কাউন্সিলরকে ভারপ্রাপ্ত মেয়রদের দায়িত্ব বুঝিয়ে দিতে পুলিশ-প্রশাসন বিশেষ ভূমিকা পালনের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি। আর এ ঘটনায় স্থানীয় সরকার সচিবালয়, রাজশাহী সিটি কর্পোরেশন ও পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে বলে জানা গেছে। সিটি কর্পোরেশনের পক্ষে থেকে দাবি করা হয়েছে, প্যানেল মেয়র নুরুন্নাহারের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু পুলিশ বলেছে নুরুন্নাহার বেগম বিভিন্ন ফৌজদারি মামলার সন্দেহভাজন আসামি। পুলিশের এমন অভিযোগ নিয়ে নগর ভবনে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি। আর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বগ্রহণ নিয়ে আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী কাউন্সিলরদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। এদিকে, সংঘর্ষ এড়াতে নগর ভবনে অতিরিক্ত পুলিশও মোতায়ন করেছে আরএমপি কর্তৃপক্ষ। আর গ্রেফতার এড়াতে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পর এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগমও আত্মগোপন চলে গেছেন। এরই মধ্যে পুলিশ কয়েকদফা তার বাড়িতে হানা দিয়েছে। আর তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা। ফলে ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ নিয়ে কর্পোরেশনে নেমে এসেছে স্থবিরতা। রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সাময়িক বরখাস্তের পর অধ্যাদেশ অনুযায়ী প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমের দায়িত্ব পাওয়ার কথা। তাই রাসিক মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল গত ৭ মে সাময়িক বরখাস্তের পর ওই দিনই তিনি প্যানেল মেয়র-৩ নুরুন্নাহারে বেগমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে একটি চিঠি দেন। কিন্তু তার চিঠি প্রেরণের পাঁচ দিনেও প্যানেল মেয়র দায়িত্ব না পাওয়ায়, অজ্ঞাত স্থান থেকে তিনি আবারো গত ১২ মে ফ্যাক্স বার্তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের নিকট পুণরায় একটি চিঠি দেন। আর সেই চিঠির অনুলিপি প্রদান করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী ও দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দারের। চিঠিতে সাময়িক বহিষ্কৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল লিখেছেন “আমার বিরুদ্ধে একটি মামলার চার্জশিট আদালতে গৃহিত হওয়ায় গত ৭ মে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দিনই আমি নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমকে ভারপ্রাপ্ত মেয়রের হিসেবে দায়িত্ব অপর্ণের জন্য স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ১২ (২) ধারা অনুসারে নথিতে আদেশ প্রদান করি। কিন্তু আদ্যবধি সেই আদেশ বাস্তবায়ন করা হয়নি। আমি জানি প্যানেল মেয়র-৩ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এমতাবস্থায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ১২ ধারা অনুসারে প্যানেল মেয়র-৩ এর নিকট ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এদিকে, মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের পর প্যানেল মেয়রদের সম্পর্কে জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দেয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। জবাবে গত ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম-সচিব আজহার আলী রাসিকের প্যানেল মেয়রদের নাম ও তাদের বিরুদ্ধে চলমান মামলার তথ্য সম্মিলিত একটি পত্র স্থানীয় সরকার বিভাগের সচিব এর কাছে প্রেরণ করেন। একই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার-এর। পত্রে জবাবে জানানো হয়, প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব ও প্যানেল মেয়র-২ নুরুজ্জামান টিটো দুজনই (পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা) বিভিন্ন ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। এরমধ্যে প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব কারাগারে আছেন। তবে প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে তাদের জানা মতে কোনো মামলা নেই বলে জানানো হয়। একই সঙ্গে এই তথ্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো বলে চিঠিতে উল্লেখ্য করা হয়। এ ব্যাপারে প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশের পর থেকেই পুলিশ তাকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছে।এ বিষয়ে আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন জানান, কাউন্সিলর নুরুন্নাহার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় পুলিশ গ্রেফতারের জন্য তাকে খুঁজছে। শাহরিয়ার অনতু/এআরএ/পিআর