মহান মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান পিরোজপুরের সন্তান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ।
তিনদিন ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার দুটি কিডনি অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থা খারাপ বলে চিকিৎসরা জানিয়েছেন।
মেজর জিয়ার স্ত্রী জানিয়েছেন, বর্তমানে মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনানায়কের জন্য দোয়া কামনা করা হয়েছে।
হাসান মামুন/এমএএস/এমএস