পাওয়ারকারের ত্রুটির কারণে পার্বতীপুর-ঢাকার মধ্যে চলাচলকারী ঈদ স্পেশাল ট্রেনের ৭ ঘণ্টার সিডিউল বিপর্যয় হওয়ায় ট্রেনযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে গত ২২ জুন থেকে একজোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করছে। এ পথে অন্য আন্তঃনগর ট্রেনগুলো বিরতিহীনভাবে সিডিউল ঠিক রেখে চলাচল করলেও গত রোববার এবং সোমবার পরপর দুই দিন দুটি পাওয়ারকারের ত্রুটির কারণে ঈদ স্পেশাল ট্রেনের ভয়াবহ সিডিউল বিপর্যয় ঘটে।
সকাল ৬টা ৪৫ মিনিটে ঈদ স্পেশাল ট্রেন পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ট্রেন ছেড়ে যায়। একই কারণে সোমবার দুপুর ২টায় ট্রেনটি পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত রোববার ৮ ঘণ্টা এবং সোমবার ৭ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে চলাচল করে। ফলে এই ট্রেনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
ট্রেনযাত্রী আজাহার আলী বলেন, অব্যবস্থাপনার কারণে পাওয়ারকার নষ্ট হওয়ায় ট্রেন বিলম্বিত হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর স্টেশন মাস্টার শোভন রায় সিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, পাওয়ারকারের ত্রুটির কারণে গত দুই দিন ঈদ স্পেশাল ট্রেন ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি