দেশজুড়ে

কিশোরীকে গণধর্ষণের হাত থেকে বাঁচাল ব্যবসায়ীরা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘর থেকে স্থানীয় ব্যবসায়ীরা এক কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছেন। সোমবার বেলা ১১টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ আব্দুল আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বন্দর এলাকার ১৫/১৬ বছরের এক কিশোরীকে তিন বখাটে সকালে অপহরণ করে পৌর সহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘরে আটকে রেখে ধর্ষণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে ওই ঘরে প্রবেশ করেন। তাদের উপস্থিতি টের পেয়ে তিন বখাটে দৌড়ে পালিয়ে গেলেও মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, সন্ধ্যায় ওই কিশোরী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণচেষ্টার একটি মামলা দায়ের করেছে। আসামিরা সবাই ভান্ডারিয়া বন্দরে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত।

হাসান মামুন/আরএআর/জেআইএম