পিরোজপুরে নিখোঁজের ৪ দিন পর মিলল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের এক সময়ের সহযোগী সেলিম হাওলাদারের মরদেহ।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কালিগঙ্গা নদীর বুঁইচাকাঠি এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সেলিম হাওলাদার পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আবু বক্কর হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে অজ্ঞাতদের আসামি করে নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে গতকাল সোমবার রাতে থানায় মামলা করেছেন। মৃত সেলিম হাওলাদার এক সময়ে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন।
ওই সময়ে এ ঘটনায় ও অস্ত্রসহ গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। নিহত সেলিম হাওলাদারের সঙ্গে তার চাচা শ্বশুর আলম হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগমের পরকীয়া সম্পর্ক ও জমি নিয়ে বিরোধ চলছিল। এসব কারণে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, নিহত সেলিম হাওলাদার উপজেলার বুইচাকাঠি গ্রামে শ্বশুর মন্টু হাওলাদারের বাড়িতে বসবাস করতেন। গত শুক্রবার (৩০ জুন) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না যাওয়ায় নিহতের স্ত্রী সোহানা আক্তার রিতা বাদী হয়ে গত সোমবার বিকেলে থানায় মামলা করেন।
ওদিন সন্ধ্যায় নিহতের বড় মেয়েসহ স্থানীয়রা তার শ্বশুর বাড়ির নদীর ঘাটে ভাসমান অবস্থায় মরদেহ দেখে থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তার কপালে, মাথার পেছনে ও পায়ে কোপের চিহ্ন রয়েছে।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে ওই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
হাসান মামুন/এএম/আরআইপি