চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে প্রতিবেশী এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্ত্যক্তকারীরা।
এ ঘটনায় হত্যাকারী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কানসাটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম হাবিব জানান, শিবনারায়নপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে মনিরুল ইসলাম প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগমকে মোবাইল ফোনে প্রায়ই উত্ত্যক্ত করতেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তরিকুল ইসলাম তার স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ জানালে মনিরুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। মনিরুল একপর্যায়ে চড়াও হয়ে কাঠের টুকরো দিয়ে তরিকুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।
এ সময় তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে মনিরুল (৩২) ও তার স্ত্রী রোজিনা বেগমকে (২৩) কানসাট এলাকার আমের একটি আড়ৎ থেকে আটক করা হয়।
মোহা. আব্দুল্লাহ/এএম/এমএস