বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। এতে অ্যাডভোকেট বাকী বিল্লাহকে সভাপতি ও ফারুক আহম্মেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।বুধবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন দেশে-বিদেশে মিথ্যাচার করছে। খালেদা জিয়াই সালাহ উদ্দিন আহম্মেদকে আত্মগোপনে পাঠিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার নাটক সাজিয়েছিলো। কারণ তারা বিদেশীদের কাছে বোঝাতে চেয়েছিলো যে আ.লীগ দেশে গুমের রাজত্ব কায়ের করছে। এখন সালাহ উদ্দিন আহম্মেদ ভারতের শিলং এ ধরাপড়ে সেই নাটক ফাঁস হয়ে গেছে।তিনি আরো বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে আসলেন না, ২৮ এপ্রিলের নির্বাচনে যাও আসলেন, সকাল ১১টার মধ্যেই নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়ে গেলেন। কারণ বিএনপি এখন আর সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি এখন বোমাবাজের পার্টি।অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় নেতা ড.বদিউজ্জামান ডাবলু, অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, হুইপ আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, এসএম কামাল হোসেন, সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ ও ফরিদুল হক খান দুলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।শুভ্র মেহেদী/এআরএ/আরআই