বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ছেমুনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঘুুমধুুুমে এ দুর্ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) তৌহিদ কবির বলেন, বৃষ্টিতে পাহাড়ধসে বসতবাড়ি বিধস্ত হয়েছে। এ সময় পাহাড়ধসে মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই ছেমুনা খাতুনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন ছেমুনার মেয়ে আমেনা খাতুন। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছেমুনা খাতুন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাজেদের স্ত্রী।
সৈকত দাশ/বিএ