নেত্রকোনার পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুল ইসলাম খানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পূর্বধলা থানায় মামলা হয়েছে।
গত মঙ্গলবার (০৪ জুলাই) পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকতা নমিতা দে অফিস সহকারী আতিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২৪ লাখ ২০ হাজার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় মামলাটি করেছেন। আতিকুলের বাড়ি পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারনের গ্রামে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেনের সময়ে সোনালী ব্যাংক পূর্বধলা শাখার নির্বাহী কর্মকর্তার নামে দুইটি চলতি হিসেব থেকে সাতটি চেকের মাধ্যমে সাবেক নির্বাহী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত চেকের ফাঁকা স্থানে অতিরিক্ত টাকা বসিয়ে উত্তোলনের অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের পর থেকে ওই অফিস সহকারী পলাতক রয়েছেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকতা নমিতা দে জাগো নিউজকে জানান, জুনের হিসাবে চেক বইয়ের মুড়িতে লেখা টাকার অংকের সঙ্গে ব্যাংকের হিসাবের গড়মিল থাকায় ব্যাংক থেকে ওই চেকগুলোর ছায়ালিপি সংগ্রহ করলে বিষয়টি ধরা পড়ে। ওই অফিস সহকারী আতিকুল ইসলাম ফাঁকা স্থানে অতিরিক্ত টাকা বসিয়ে ২৪ লাখ ২০ হাজার উত্তোলন করেছে। এ ঘটনায় ওই অফিস সহকারী আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জাগো নিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের প্রক্ষিতে অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে মামলাটি পুলিশ সুপারের মাধ্যমে উপ-পরিচালকের (দুদক-ময়মনসিংহ) কাছে প্রেরণ করা হয়েছে।
কামাল হোসাইন/এএম/জেআইএম