সিরাজগঞ্জের উল্লাপাড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা গ্রামের করতোয়া নদী থেকে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি উপজেলার নেওয়াগাছা গ্রামের পাশের নদীতে ভাসছিল।
স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতার মর্গে প্রেরণ করেছে। তার পরনে রয়েছে লুঙ্গি। মরদেহটি গলিত অবস্থায় থাকায় শরীরে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি