আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, রাজনীতি মানে মানুষের আস্থা আর তাদের ভালোবাসা অজর্ন করা। রাজনীতি করে কে এমপি-মন্ত্রী কিংবা বড় নেতা হলো সেটি মুখ্য বিষয় নয়।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফরহাদ হোসেন সংগ্রাম আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছি। তবে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সঞ্জিত কুমার ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা মো. হাকিম, পরিতোষ চন্দ্র সরকার, পীরজাদা গালিব প্রমুখ। মতবিনিময় সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস