জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা হতে নওগাঁর মহাদেবপুর যাবার পথে ছিনতাই হওয়া ধান বোঝাই একটি ট্রাক ধানসহ উদ্ধার করেছে পুলিশ। এসময় আজিজুল হক নামে এক চাতাল ম্যানেজারকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার কালাই উপজেলার মোলামগাড়ী হাটের প্রিন্সের চাতাল থেকে ধানসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা থেকে ২৭০ বস্তা ধান লোড করে একটি ট্রাক নওগাঁর মহাদেবপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাঁচবিবি উপজেলার উচাই গলাকাটা নামক ব্রিজের কাছে ট্রাকটি পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ট্রাকটি ছিনতাই করেন।পরে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালাই উপজেলার মোলামগাড়ী হাটের স্থানীয় ব্যবসায়ী প্রিন্সের চাতাল থেকে ধানসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় ওই চাতালে দায়িত্বরত ম্যানেজার আজিজুল হককে আটক করে পুলিশ।এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, ছিনতাইয়ের ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হবে।এমজেড/আরআই