দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় শাহাদাৎ হোসেন বাইতুল (২৮) ও নাঈমা সুলতানা জুঁই (৩২) নামে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার ভোরে পৌরশহরের মুন্সেফপাড়া থেকে তাদের গ্রেফতারকরা হয়। গ্রেফতাররা হলেন বাইতুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকার সুরুজ মিয়ার ছেলে ও জুঁই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জয়নাল আবেদীনের মেয়ে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পৌরশহরের মধ্যপাড়া এলাকার গ্রিন ভ্যালি স্কুলের পরিচালক নাজমুল হককে শুক্রবার রাতে স্কুল থেকে চাকরিচ্যুত হওয়া শিক্ষিকা নাঈমা সুলতানা জুঁই কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেয়ার কথা বলে কৌশলে মুন্সেফ পাড়ার একটি বাড়িতে ডেকে নেন। বাড়িটিতে আগে থেকে অবস্থান করা কয়েকজন যুবক নাজমুলকে কোনো কিছু বুঝে উঠার আগেই মারধর শুরু করে।

একপর্যায়ে তারা জুঁইয়ের সঙ্গে নাজমুলের আপত্তিকর ছবি ধারণ করে তার কাছ থেকে মোটা অংকের অর্থ দাবি করেন। পরে গোপন সংবাদ পেয়ে শনিবার ভোরে পুলিশ ওই বাড়িতে গিয়ে নাজমুলকে উদ্ধার করে এবং প্রতারক চক্রটির দুই সদস্যকে আটক করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটকদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম