দেশজুড়ে

আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, চলাচল ব্যাহত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার পথে লাইনচ্যুত হয়। এতে ওই সময় থেকে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওইসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন, চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস, ঢাকা মেইল ট্রেন, চট্টগ্রাম মেইল ট্রেন এক থেকে তিন ঘণ্টা বিলম্বে আখাউড়া ছেড়ে গেছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার পথে থানা পেছনের দিকের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। পরে উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস