যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে এখন যেমন কেউই পছন্দ করছেন না, ঠিক তেমনি পছন্দ করছেন না ওসাম বিন লাদেনকেও। বিশ্বব্যাপী অপছন্দের ব্যক্তি হিসেবে তারা চিহ্নিত হয়েছেন। শুধু এই দুজন নয় এ তালিকায় শীর্ষে আরো আছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও অ্যাডলফ হিটলারসহ অনেকে। সম্প্রতি স্পেনের ইউনিভার্সিটি অব ব্যাসকিউ কান্ট্রির প্রভাষক দারিও পাসের করা আর্জেন্টিনা, ইতালি, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ ৩৭টি দেশের সাত হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মতামত জরিপে এতথ্য বেরিয়ে এসেছে।জরিপে দেখা গেছে, জর্জ বুশ অপছন্দের তালিকায় আসলেও পছন্দের তালিকার শীর্ষে আছে আলবার্ট আইনস্টাইন। পছন্দের তালিকায় সেরা ১০ জনের মধ্যে রয়েছেন যথাক্রমে, আলবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, মহাত্মাগান্ধী, মার্টিন লুথার কিং, আইজাক নিউটন, যিশু খ্রিস্ট, নেলসন ম্যান্ডেলা, টমাস এডিসন, আব্রাহাম লিংকন এবং গৌতম বুদ্ধ।অন্যদিকে শীর্ষ অপছন্দের তালিকায় আছেন যথাক্রমে অ্যাডলফ হিটলার, ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, জর্জ ডাব্লিউ বুশ, স্তালিন, মাও সে তুং, লেনিন, চেঙ্গিস খান, সালাদিন ও কিন সি হুয়াং। জেআর/এমএস