রোহিঙ্গা অভিবাসীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের ওপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউউ)। এছাড়া থাইল্যান্ডের বিভিন্ন জঙ্গলে রোহিঙ্গাদের গণকবর পাওয়া নিয়ে তদন্ত করতেও দেশটিকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। বলা হয়, রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের কমপক্ষে সাময়িক সুরক্ষা দেয়া ও মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জরুরি। এছাড়া, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আটকে পড়া অভিবাসীদের উদ্ধারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সরকারকে আহ্বান জানানো হয়। এদিকে, সাগরে আটকে পড়া অভিবাসীদের উদ্ধারে অভিযানে নেমেছে মালয়েশিয়ার নৌবাহিনী। চারটি জাহাজ নিয়ে চলছে এই অভিযান।বিএ/এমএস