দেশজুড়ে

ভোলায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। গত রাত থেকে দুপুর পর্যন্ত ৪ দফা সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রলীগের সভাপতি রাসেল ও সম্পাদক রিমন গ্রুপের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে। জানা গেছে, এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব। অপর গ্রুপে রয়েছেন আওয়ামী লীগের সম্পাদক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৩ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ আইচা থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম । অমিতাভ অপু/এমজেড/এমএস