লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শীবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া শীবপুর গ্রামের মিয়া হাওলাদারের মেয়ে এবং শামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।ব্যবসায়ী শাহ আলম জানায়, লামিয়া সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে হাত-মুখ পরিষ্কার করতে খেলাধুলা শেষে বাড়ির পুকুরে যায়। একপর্যায়ে সে অসাবধানতাবসত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাজল কায়েস/এআরএ/পিআর