ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার দলের দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মো. হাফিজ উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জাপার কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. রেজাউর রাজী স্বপন চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নুরুন নাহার বেগম, শ্যামল কুমার ঘোষ, ইসহাক আলী (চেয়ারম্যান), পজিদুর রহমান, আফতাব উদ্দিন মন্ডল ও আইজুল ইসলামকে (চেয়ারম্যান)।
এছাড়াও সালেকুল হক টুলু, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম, আলিফুর রহমান আলিফ ও জাহাঙ্গীর আলমকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
রিপন/এমএএস/এমএস