জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা গাজী মো: আহাদুজ্জামানের নামে সড়কের নামফলক উন্মোচন করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। শুক্রবার বকশীগঞ্জের আলীরপাড়া থেকে সূর্যনগর গ্রাম পর্যন্ত সড়কের নামফলক উন্মোচন করা হয় । এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীনের সভাপতিত্বে নামফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদ গাজী মো: আহাদুজ্জামানের ছোট ভাই আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক গাজী মো: আমানুজ্জামান, গাজী মো: আজাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, আ.লীগ নেতা নুরুল আমিন ফোরকান, সাখাওয়াতুল্লাহ, উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সেলিম রেজা, অধ্যাপক আফসার আলী, মমতাজ উদ্দীন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।শুভ্র মেহেদী/এসকেডি/পিআর