দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারদের যৌন নিপীড়নে অভিযুক্ত ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুকে জেলে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১টায় অভিযুক্ত ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু দিনাজপুরের অতিরিক্ত চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন নিপীড়নের শিকার এক প্রমীলা ক্রিকেটারের বাবা এ মামলা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জাগো নিউজকে জানান, যৌন হয়রানির শিকার প্রমীলা ক্রিকেটারের বাবা এজাহারে উল্লেখ করেছেন, ‘আমার মেয়ে গত ৩ বছর ধরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ আবু সামাদ মিঠুর অধীনে দিনাজপুর গোর-ই শহীদ বড় মাঠে ক্রিকেট অনুশীলন করে আসছে। গত ১ জুন বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করার সময় আমার মেয়ে বাম পায়ে বলের আঘাত পায় ও পা ফুলে যায়। তখন অন্য এক প্রমীলা ক্রিকেটার আমার মেয়েকে বড় মাঠে অবস্থিত স্পোর্টস ভিলেজে নিয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত পায়ে বরফ লাগিয়ে দেয় ‘
এসময় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু স্পোর্টস ভিলেজে এসে সহযোগী প্রমীলা ক্রিকেটারকে সুকৌশলে মাঠে চলে যেতে বলে। ওই প্রমীলা ক্রিকেটার মাঠে চলে গেলে আবু সামাদ মিঠু আমার মেয়েকে একা পেয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশে জড়িয়ে ধরে। এতে আমার মেয়ে বাধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এসময় আমার মেয়ে আঘাতপ্রাপ্ত পায়ের ব্যথায় ছটফট করে। এরপর ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু জোরপূর্বক আমার মেয়ের শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে।
এমদাদ/এমএএস/জেআইএম