দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শফিকুর রহমান (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে আনার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত শফিকুর সদর উপজেলার জয়দর মিয়ার ছেলে। কারা কর্তৃপক্ষের নির্যাতনেই শফিকুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমা বেগম।

কারাগার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় গ্রেফতারের পর গত ১৯ জুন শফিকুরকে জেলা কারাগারে পাঠায় আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্ট্রোক করেন শফিকুর। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা কারাগারের জেল সুপার মো. নূরন্নবী ভূঁইয়া বলেন, স্ট্রোক করেই শফিকুররের মৃত্যু হয়েছে। কারাগারে আসার পর থেকেই শফিকুর তার জামিন নিয়ে দুশ্চিন্তা করছিলেন বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস