দেশজুড়ে

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ৪৩

বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক জামায়াতের চারজন নেতাকর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করে।

জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারদের মধ্যে সৈয়দপুর থানায় ৩০ জন, ডোমার থানায় তিনজন, কিশোরীগঞ্জ থানায় তিনজন, জলঢাকা থানায় পাঁচজন ও সদর থানায় দুইজনসহ ৪৩ জন।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে বিস্ফোরক ও নাশকতা মামলায় রয়েছে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল আলিম (৪০) সৈয়দপুর উপজেলা জামায়াতের কর্মী আব্দুস সামাদ আজাদ(৫৫), আখতারুজ্জামান (৫৫), জয়নাল আবেদীন (৩৪)।

এছাড়া ১৬ জন আসামিদের মধ্যে আদালতের জিআর, সিআর, গরু চুরি, মাদক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম অতিকুর রহমান বলেন, আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেলা কারাগারে পাঠানো হয়।

 

জাহেদুল ইসলাম/এএম