ভোলা জেলার ৭ উপজেলা পরিষদে সংরক্ষিত আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর গণসংযোগ ও জোর লবিং শুরু হয়েছে। ২৪টি পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা রয়েছে ২১৭ জন। ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচত হয়েছেন।এদিকে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন, ভোলা সদরে ৫ আসনের বিপরীতে ৯ জন হচ্ছেন সামছুর নাহার, বিবি ফাতেমা, জাহানারা বেগম অরুনা, পারুল বেগম, জ্যোৎস্না বেগম, হোসনেয়ারা বেগম লাভলী, হালিমা বেগম, জাহানারা আরজু, নাজমা আক্তার।দৌলতখান উপজেলায় ৩ আসনে ৬ জন প্রার্থী। তারা হচ্ছেন, আমেনা খাতুন, মোসাম্মদ শিউলী খাতুন, কহিনুর ওবায়েদ, মনোয়ারা বেগম, হোসনেঅরা বেগম, আব্দুল হাই কমান্ডারের স্ত্রী মনোয়ারা বেগম। বোরহানউদ্দিনে ৩ পদে ৫ জন প্রার্থী। তারা হলেন, আফছুরা বেগম, আরজু বেগম, ইয়াছমিন বেগম, কামনুর নাহার, বিবি খাদিজা।লালমোহন উপজেলায় ৩ পদে ৮ জন হচ্ছেন, বিবি মরিয়ম, শাহানা আক্তার, সালমা বেগম, পারভীন আক্তার, জয়নব বিবি, শাহনাজ বেগম, নিরু বেগম, সুরেয়া বেগম (শিরিন)। তজুমদ্দিন উপজেলায় ২ আসনে ৫ জন, বিবি রহিমা, মাছুমা বেগম, মমতাজ বেগম, নারগিছ বেগম, নুরনাহার বেগম। চরফ্যাশনে ৭ পদে ১১ জন হচ্ছেন, ফাতেমা খাতুন, জাহানারা বেগম, রাহিমা খাতুন, নাজমা বেগম, চায়নুর বেগম, মোসা. বিউটি বেগম, মোসা. ছালেহা বেগম, সেলিনা বেগম, কাজল রেখা, শাহিনুর বেগম, মমতাজ বেগম।মনপুরায় ১ পদে ২ জন মনোনয়নপত্র জমাদানকারী হচ্ছেন, ঝর্না বেগম ও নাজমা বেগম। প্রতি পৌরসভা ও ইউনিয়নের সংরক্ষিত নারী কাউন্সিলরগণ এদের ভোট দেবেন। এদিকে এক পদে একাধিক প্রার্থী থাকায় প্রার্থীদের গণ সংযোগ শুরু হয়ে গেছে। এদিকে একজন করে প্রার্থী হওয়ায় ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।তারা হচ্ছেন, ৪ নং আসনের ভেলুমিয়া ইউনিয়নের হালিমা বেগম, পৌর এলাকার ৫ নং আসনের সামছুন নাহার, বোরহানউদ্দিনের ১ নং আসনের আফছুরা বেগম, তজুমদ্দিন উপজেলার ১ নং আসনের খাসেরহাটের বিবি রাহিমা, চরফ্যাশন উপজেলার ৪ আসনের মোসা. ছালমা বেগম, ৫ আসনের আহম্মেদপুর গ্রামের সেলিনা বেগম, ৭ আসনে কুকরীর আমিনপুর গ্রামের মমতাজ বেগম। প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।অমিতাভ অপু/এমজেড/আরআই