চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে জাহেদা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর ছেলে শরীফ বেপারিকে আটক করেছে পুলিশ।
নিহত জাহেদা বেগম ওই এলকার আরব আলী বেপারির স্ত্রী। আরব আলী শহরের মাছের আড়তে দিন মজুরির কাজ করেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, শরীফ বেপারি এলাকার চিহ্নিত মাদকসেবী। ঘটনার রাতে শরীফ তার মা জাহেদা বেগমের কাছে মাদক ক্রয়ের জন্য দুইশ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় সে ঘরের দরজা বন্ধ করে এলোপাতাড়ি তার মাকে মারধর করে। পরে বটি দিয়ে কুপিয়ে জাহেদা বেগমকে মারাত্মকভাবে আহত করে শরীফ। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি শিশু জীবন বেপারি জাগো নিউজকে জানায়, তার মামা দুইশ টাকার জন্য নানিকে খুন করেছে। তার আগে মামা শরীফ তার নানির কাছে মাদক কেনার জন্য এই টাকা দাবি করে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালীউল্যাহ জাগো নিউজকে জানান, রাতেই অভিযান চালিয়ে ঘাতক শরীফ বেপারিকে আটক করা হয়েছে। সে মাকে খুনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ইকরাম চৌধুরী/আরএআর/আরআইপি