অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনের মামলায় ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ পড়ে শোনান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আ: মান্নান রসুল।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারে বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে শহরের কোর্ট রোডের বাসা থেকে একটি অবৈধ বিদেশি রিভলবার , দুইটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ আটক করা হয়।
ঘটনার দিন রাতে লিটন তালুকদারের বিরুদ্ধে ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাইসার মাতুব্বর বাদী হয়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষে পুলিশ গত ২ এপ্রিল আদালতে আমিনুল ইসলাম লিটন তালুকদারের নামে অভিযোগপত্র দাখিল করেন। গত ৫ এপ্রিল লিটন তালুকদার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার আসামির উপস্থিতে অভিযোগ গঠন করা হয়।
আতিকুর রহমান/আরএআর/আরআইপি