মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট কেন সরকার মেনে নিচ্ছে এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রত্যেকটি ব্যক্তির রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। মানুষকে জিম্মি করে এই ধরনের অন্যায় কাজকে কোনোভাবে প্রশ্রয় দেয়া হবে না। রোববার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাস ডাকাতির সঙ্গে চালক বা হেলপার জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না কেন? বাসের যাত্রীদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বাস ধর্মঘট ডাকার কোনো যৌক্তিকতা নেই। জামায়াত-শিবির আবারো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নে হানিফ বলেন, পাকিস্তান আমল থেকে জামায়াতে ইসলামের রাজনীতি ধ্বংসাত্মক ও নাশকতামূলক। জামায়াতের রাজনীতি সৃষ্টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড দিয়ে। যাদের মূল কর্মকাণ্ড ধ্বংসাত্মক ও নাশকতামূলক তারা সুযোগ পেলে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটাই স্বাভাবিক। এদের নাশকতামূলক কর্মকাণ্ড কিভাবে দমন করতে হয় সরকার তা জানে। হানিফ বলেন, আবারো যদি জামায়াত-শিবির মাথা চারা দিয়ে উঠে তাহলে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা সময় হলে দেখতে পারবেন। এরপর তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আল-মামুন সাগর/এমজেড/পিআর