দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ মুক্ত করতে পুলিশি বিশেষ অপারেশন ‘ব্লক রেইড’ শুরু হয়েছে। অভিযানে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে ওসি তদন্ত মোহছেউল গণির নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ শতাধিক পুলিশ পৌর শহরের দৈনিক বাজার এলাকা ঘিরে ফেলে।
এ সময় হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসায়ী দুই ভাই মো. সোহেল, মো. জুয়েলসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন পৌর শহরের ৪নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকার বাসিন্দা দুই ভাই মো. সোহেল (৩০), মো. জুয়েল (২৫), সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের লালু সেন বেপারীর ছেলে বুদু (২২), সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মো. ফজলু হকের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬), পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. রওশন আলী (২৬)।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলায় মাদক নির্মূল এবং অপরাধমুক্ত করতে অপারেশন ব্লক রেইড চালানো হয়। এ সময় মাদকসহ পাঁচজনকে আটক করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম