দেশজুড়ে

রামগঞ্জে আ.লীগের সভাপতি পিন্টু সম্পাদক রুহুল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে সফিক মাহমুদ পিন্টু ও সাধারণ সম্পাদক পদে আ ক ম রুহুল আমিনকে মনোনীত করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভাপতি প্রার্থী মো. শাহজাহানকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  আনোয়ার হোসেন খান বাবুলকে উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, প্রায় ১৪ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাজল কায়েস/এএম/জেআইএম