দেশজুড়ে

সীমান্তে অপরাধ প্রবণতা কমেছে : বিএসএফ মহাপরিচালক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেছেন, গত কয়েক বছরে দুই দেশের সীমান্ত সম্পর্ক উন্নতি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় অপরাধ প্রবণতা অনেক কমে এসেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

রোববার দুপুরে বান্দরবানের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে বিজিবির-৯০তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএসএফ মহাপরিচালক।

তিনি বলেন, সাইবার পেট্রোল, সীমান্ত ব্যবস্থাপনা আর যেকোনো ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে তাৎক্ষণিক সাড়া পাওয়ার কারণে দিন দিন সীমান্তে অপরাধ প্রবণতা কমে এসেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই সুসম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ, পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজিবির ৯০তম ব্যাচে ১০০ জন নারী সৈনিক প্রশিক্ষণ শুরু করলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে উর্ত্তীণ হওয়া ৯৭ জন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

রিক্রুট ব্যাচ এর ৪৩৩ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক এর মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের ব্যাচে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হয় পাপিয়া আক্তার।

প্রসঙ্গত, সেনা, নৌ আর বিমান বাহিনীর পর গত বছর সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবিতে নারী সৈনিকের যাত্রা শুরু হয়।

সৈকত দাশ/এএম/আরআইপি