সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন মিষ্টি সুরের গায়িকা আয়েশা মৌসুমি। প্রতিভা অন্বেষণের প্লাটফর্ম থেকে ওঠে আসা এই গায়িকা সময়ের স্রোতে হারিয়ে যাননি। নিজেকে নিয়মিত রেখেছেন গানের সঙ্গে। পাশাপাশি স্টেজ শো, টিভি লাইভেও বেশ সপ্রতিভ আয়েশা মৌসুমি।
দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হয়ে আবারও আলোচনায় তিনি। গেল ৩ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মৌসুমির সিঙ্গেল ট্র্যাক ‘ও মৌসুমি’। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সংগীতার ব্যানারে প্রকাশ হওয়া এই ভিডিওটি পরিচালনা করেছেন সৈয়দ আলী হাসান লিটন। এখন পর্যন্ত গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।
গানটি নিয়ে মৌসুমি জাগো নিউজকে বলেন, ‘অনেক প্রত্যাশার গান এটি। কবির বকুল ভাইকে ধন্যবাদ চমৎকার কথায় গানটি লিখে দেয়ার জন্য। শওকত আলী ইমন ভাইকেও ধন্যবাদ দিচ্ছি মনের মতো করে একটি সুর ও সংগীত করেছেন তিনি। এখন পর্যন্ত যারা গানটি দেখেছেন সবাই প্রশংসা করছেন।’
তিনি আরও বলেন, ‘গানটি সহজেই আমার শ্রোতা-ভক্তদের কাছে পৌঁছে দিতে স্বনামেই শিরোনাম রেখেছি। এর ভিডিও তৈরি করেছি বিগ বাজেটে। উপস্থাপনাতেও আছে নতুনত্ব।’
ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা আয়েশা মৌসুমির। তার গানের হাতেঘরি হয় ক্লাস ওয়ানে পড়া অবস্থায় শিশু একাডেমিতে। তার সংগীতের গুরু লিজা, যিনি নারায়ণগঞ্জ শিশু একাডেমির শিক্ষক ছিলেন। এছাড়া শিল্পকলা একাডেমি থেকে নজরুল গীতি ও পল্লীগীতি এবং ওস্তাদ সুবীর চক্রবর্তী’র কাছে উচ্চাঙ্গ সংগীতের কোর্স সম্পূর্ণ করেন।
দেখুন মৌসুমির গানের ভিডিও লিংক :
এলএ