গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূলপরিকল্পনাকারী সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক রাশেদা সুলতানা এ সাক্ষ্যগ্রহণ করেন। এদিন ডা. আবদুল কাদের খানকে আদালতে হাজির করা হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. শফিকুল ইসলাম শফি।
মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান ১নং সাক্ষী হিসেবে আদালতকে জানান, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় তিনটি অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি অস্ত্র আবদুল কাদের খান নিজে থানায় জমা দিয়েছেন। দ্বিতীয় অস্ত্রটি আবদুল কাদের খানের স্বীকারোক্তি মোতাবেক তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু তার স্বীকারোক্তির তৃতীয় অস্ত্রটির সন্ধান মেলেনি।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে চলতি বছরের ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
এএম/এমএস