দেশজুড়ে

সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিল ছাত্রলীগ

সংবাদ প্রকাশের জের ধরে বেসরকারি টেলিভিশন মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সোহাগ রহমানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিল গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ সোহাগ ও তার বাহিনী। 

মঙ্গলবার বিকেলে গলাচিপা ডিগ্রি কলেজের সামনে সাংবাদিক সোহাগের ওপর এ হামলা চালানো হয়। বর্তমানে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় গলাচিপা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে উপজেলা ছাত্রলীগের সাবেক ওই নেতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিক সোহাগের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা সোহাগের কাছ থেকে তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

এ ব্যাপারে গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ঘটনার পর থেকে তানভিরকে পুলিশ খুঁজছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, কয়েকদিন আগে গলাচিপায় মাদকের ছড়াছড়ি শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সোহাগের ওপর এ হামলা চালানো হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস