কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে আরেফা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত আরেফা বেগম উপজেলার পালংখালীর থাইংখালীর পন্ডিত পাড়ার রশিদ আহম্মদের স্ত্রী। সোমবার সকালে কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পালংখালী ইউনিয়নের থাইংখালীর পন্ডিত পাড়ার রশিদ আহাম্মদ ও প্রতিবেশি আলী আকবর মিস্ত্রির মাঝে দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলে আসছিলো। আর এরই জের ধরে রোববার সন্ধ্যা ৭টার দিকে আলী আকবর মিস্ত্রির স্ত্রী, ছেলে রিদুয়ানসহ আরো কয়েকজন আরেফা বেগমকে (৩৫) হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আরেফাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে আরেফার মৃত্যু হয়। পালংখালী ইউপি সদস্য আবদু শুক্কুর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরেফার স্বামী রশিদ আহাম্মদ লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এআরএ/পিআর