মানিকগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে শহরের লোকজন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালো একটি পাগলা কুকুর শহরের বেউথা এলাকায় প্রথমে ১০/১২ জনকে কামড়ায়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় দোয়েল ক্লিনিকের সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। লোকজনের ধাওয়া খেয়ে কুকুরটি জয়রা এলাকায় গিয়েও কয়েক জনকে কামড়েয়ে আহত করেছে।
এদিকে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক মানুষ মানিকগঞ্জ হাসপাতালে আসার পর তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার লুৎফর রহমান জানান, কুকুরের কামড়ের ক্ষত নিয়ে অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে আসলে তাদের ভ্যাকসিন দেয়া হয়। তবে সবাই আশঙ্কামুক্ত।
প্রসঙ্গত, হাইকোর্টের এক নিষেধাজ্ঞায় সারাদেশে কুকুর নিধন অভিযান বন্ধ রয়েছে। এ কারণে মানিকগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বি.এম খোরশেদ/আরএআর/পিআর