আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নিবাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে নারী নেত্রীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যাতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে।
শনিবার সকাল ১০টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগ সেতাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে নিয়ে যতই অপপ্রচার চালাক না কেন বাংলাদেশ এগিয়ে যাবে। জামায়াত-বিএনপি জোট দেশে ধ্বংসাত্মক রাজনীতি করে ক্ষমতায় আসতে পারেনি তারা এখন বুঝতে পেরেছে এদেশের মানুষ ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। জ্বালাও পোড়াও করে কখনও ক্ষমতায় যাওয়া যায় না।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা ফেরদৌস পুতুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা মহিলা আওয়মী লীগের সভাপতি সুলতানা বুলবুল।
এছাড়া বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আরিকুন বেগম (লাবুন), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি মো. নঈম উদ্দীন শাহ, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুরে আলম খন্দকার কায়ছার প্রমুখ।
সম্মেলন শেষে আফরোজা বেগমকে সভাপতি ও রুকসানা বেগম মুক্তাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট মহিলা আওয়ামী লীগ সেতাবগঞ্জ পৌর শাখা গঠন করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম